Dristi prodip jele khujechi tomay | Different touch | দৃষ্টি প্রদীপ জ্বেলে খুজেঁছি তোমায়A popular song of band Different touch, kazi chapal made the videolyricsদৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাইহারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায়কেটেছে বিনিদ্র রাত একা একাবেদনার বালুচরে মেলেএক্ছি পাখাতুমি হীনা এ জীবন ভাল লাগে নাএ মনের গভীরেতে ব্যথা দিও নাদৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়কত পার্বণ আসে যায়, তুমি এলে নামন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে নাতুমি হারা এ ভূবনে কিছু চাই নাএ মনের বন্দরে ফিরে এসো না———————ব্যাণ্ডঃ ডিফারেন্ট টাচঅ্যালবামঃ শ্রাবণের মেঘকণ্ঠ ঃ মেশবাহব্যান্ড ঃ ডিফারেণ্ট টাচ