প্রয়াত সঙ্গীত শিল্পি, মহা তারকা, বাংলা গানের কিংবদন্তী গায়ক, এল.আর.বি. এর ভোকাল, বাংলাদেশের সেরা গিটারিস্ট, জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চুর একটি অনবদ্য গান হলঃ হাসতে দেখ গাইতে দেখ।লিরিক্সঃহাসতে দেখ গাইতে দেখঅনেক কথায় মুখর আমায় দেখদেখো না কেউ হাসির শেষে নীরবতা।।বোঝে না কেউ তো চিনলো নাবোঝে না আমার কি ব্যাথাচেনার মত কেউ চিনলো নাএই আমাকে।।আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকেআমার চোখের কোনে নোনা ছবি আকেআমার গল্প শুনে হয় আলোকিত উৎসবগল্প শেষে আমি আঁধারের মতো নীরবনিজেকে ঢেলে আমি কত সুখ দিলামআমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহরআমায় ছেড়ে জোনাকি চেনে নিরব শহরডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছেনিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচেআমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই